January 15, 2025, 7:55 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : শোকের মাস আগস্টের দশম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ (এমপি) ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠা ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এসময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগেরসহ-সভাপতি খোকন শিকদার, শওকত শাহিন, মাছুদ চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবন্য, হাবিবুর রহমানসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি বেনজির আহমেদ (এমপি) ও সাধারন সম্পাদক পনিরুজ্জামান তরুন বলেন, বঙ্গবন্ধুর হত্যার রায় আংশিক কায্যকর হয়েছে। বঙ্গবন্ধুর পলাতক খুনিরা এখনো পালিয়ে রয়েছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তারা মরোনোত্তর ফাঁসি দিতে হবে। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কয্যকর করার দাবী জানান তারা। #