আগৈলঝাড়ায় ১০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার,দুই জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

বি এম মনির হোসেনঃ-

বরিশালের আগৈলঝাড়ায় একশত পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ ও মাদক বিক্রির সহযোগী দৌড়ে পালিয়ে যায়।আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম সরোয়ার হোসেন নুতন বাজার পত্রিকার প্রতিনিধি বি এম মনির হোসেনকে জানান মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে এস আই মোঃ শফিউদ্দিন,এস আই মোঃ মনিরুজ্জামান,এস আই মোঃ তরিকুল ইসলাম, এস আই মিল্টন মন্ডলদয়কে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের চাদত্রিশিরা গ্রামের সিদ্দিক হাওলাদারের ছেলে নুরনবী হাওলাদারকে ১শত পিচ ইয়াবাসহ ৮আগস্ট
মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ও বাগধা(গীর্জাবাড়ি)গ্রামের মৃত সুবাস বাড়ৈর ছেলে রতন বাড়ৈ নামে একজন পালিয়ে যায়। এঘটনায় থানার এস আই মোঃ শফিউদ্দিন বাদী হয়ে ৯আগস্ট বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন, মামলার তদন্ত কর্মকর্তা
এসআই মোঃ আলী হোসেন।৯আগস্ট বুধবার সকালে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নুরনবীকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *