মোঃ আনিসুর রহমান আগুন,গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ৪ ধাপে মোট ২ হাজার ২৬টি গৃহহীন পরিবারকে ঘরসহ জমির দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার উপজেলা অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে চতুর্থ পর্যায়ের দ্বিতীয় ধাপে নবনির্মিত ২১১টি ঘর ও জমির দলিল হন্তান্তর করা হয়।
এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ- আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারি কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, প্রকৌশলী শামসুল আরেফীন খান, থানা অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান, উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সফিউল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, উপজেলা সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার এমদাদুল হক বাবলু, সিরাজুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য- এনিয়ে উপজেলায় মোট ২ হাজার ২৬টি ঘর বিতরণ করা হয় । তন্মধ্যে মধ্যে প্রথম ধাপে ২৭২টি, ২য় ধাপে ২০০টি, ৩য় ধাপে ৭০০টি, ৪র্থ ধাপের প্রথম বার ২৮৯টি এবং ৪র্থ ধাপের ২য় বার ২১১টিসহ মোট ১ হাজার ৯৫১টি ঘর হস্তান্তর করা হয়েছে। বাকী রয়েছে মাত্র ৭৫টি ঘর।
Leave a Reply