পাইকগাছায় জমির বিরোধে ২৫০টি পেঁপে ও ৫০ টি কলাগাছ কেঁটে দিয়েছে প্রতিপক্ষরা

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ২৫০ টি পেঁপে গাছ ও ৫০ টি কলাগাছ কেঁটে দিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায থানায় ৪ জনের নাম উল্লেখ করে অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি উপজেলার কাটিপাড়ায় শুক্রবার সকালে।
অভিযোগের বাদী সুব্রত ভট্রচার্য্য জানান, আমাদের সাড়ে ৩বিঘা জমিতে কলা ও পেঁপে গাছ রয়েছে। কাটিপাড়া গ্রামের সোবাহান মোড়লের ছেলে আলী আজগর মোড়ল(৩৮), হাসেম মোড়ল(৪০), সিরাজুল ইসলাম(৪২), ও আফসার গাজীর ছেলে খালেক গাজী(৫৫) সাথে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে প্রতিপক্ষরা বাগানে ঢুকে পেঁপে বাগান হইতে অনুমান ২৫০ টি পেঁপে ও ৫০টি কলা গাছ কেটে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে। আমি সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কারন জানতে চাইলে প্রতিপক্ষরা আমাকে অকথ্য ভাষায় গালাগালি করিতে থাকে। আমি তাদেরকে গালাগালি করিতে নিষেধ করিলে বিবাদীগন আমর উপর ক্ষিপ্ত হয়ে মারপিট করার জন্য উদ্যত হয়। এ সময় প্রতিপক্ষরা আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান বলেন, পেঁপে ও কলা গাছ কেঁটে ক্ষতিসাধন করার ঘটনায় অভিযোগ হয়েছে। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *