এম এ আলিম রিপনঃ পাবনা শহরস্থ সুজানগর উপজেলা সমিতির নতুন সভাপতি হিসেবে পাবনা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.শফিকুল ইসলাম ও সুজানগর খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। জেলা পরিষদের রশিদ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। মোস্তাক আহমেদ আজাদের সভাপতিত্বে দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী শাহজাহান আলী মন্ডল,শহীদ বুলবুল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাহেজ উদ্দিন, সিনিয়র আইনজীবী আব্দুস সোবাহান ও পাবনা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান। সম্মেলনে সরকারি এডওয়ার্ড কলেজের মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান নুরুল আলম,ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সিরাজুল ইসলাম মুরাদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) তরিত কুমার কুন্ডু,প্রভাষক আলী আকবর রাজু, সাইফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক প্রতিক্রিয়ায় নব নির্বাচিত পাবনা শহরস্থ সুজানগর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর মো.শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ওয়াহিদ মোস্তফা মিল্টন জানান, আমাদেরকে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সমিতির সকল সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আন্তরিকতা সততা ও নিষ্ঠার সাথে তারা যেন তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এ জন্য সকলের নিকট আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।
Leave a Reply