মিশরের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়ায় তানভীরকে সংবর্ধনা

ষ্টাফ রিপোর্টার, ময়মনসিংহঃ
মিশরের কায়রো বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ পাওয়া বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর কৃতি ছাত্র তানভীর আহমাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৩ আগষ্ট ২০২৩) তারিখ সকালে ময়মনসিংহ সদর উপজেলার ৫নং সিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামে প্রতিষ্ঠিত মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর কম্পাউন্ডে এ সংবর্ধনা আয়োজন করে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হক সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ কওমী মহিলা মাদরাসা শিক্ষা বোর্ড এর সভাপতি মাওলানা ইউসুফ আব্দুল্লাহ্, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর যুগ্ম আহবায়ক গোলাম কিবরিয়া পলাশ।

এ সময় উপস্থিত ছিলেন মাহাদুদ দাওয়াহ আল-ইসলামিয়া বাংলাদেশ এর শিক্ষা সচিব, মাওলানা আহসানুল হক, মাওলানা নোমান আহাম্মদ, মাওলানা এমদাদুল হক, মাওলানা হুজাইফা সালমান, মাওলানা জোবায়ের আহাম্মদ প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *