হাতে সময় বেশি নেই, ডিসেম্বরে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ খেলা শুরু করে শেষ করতে পারব না। খেলা তো হবে, মজাদার খেলা হবে। সময় বেশি নেই, ডিসেম্বরে ফাইনাল খেলা। আপনার প্রস্তুত আছেন। বিএনপি এক দফা খাদে পড়ে গেছে।

বুধবার রংপুর জিলা স্কুল মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বিএনপিকে নিয়ে আরও বলেন, খাদে পড়া দলের বাস্তবায়ন হবে না। গোলাপবাগে গরুর হাটে কোমর একবার ভেঙেছে। এবার সোরোওয়ার্দী গিয়ে পথের মধ্যে হাটু ভেঙে গেছে।তাদের প্রধান নেতা কে? তারেক রহমান। সেকি ইলেকশন করতে পারবে? ২০ বছরের সাজা, অর্থ পাচারের অপরাধে বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছে সেই হলো তারেক রহমান। সম্পদ লোকনোর মামলার রায় আজ। কত বছরে সাজা যুক্ত হয় জানি না।

তিনি আরও বলেন, বিএনপির আরেক নেতা কে খালেদা জিয়া। তার নির্বাচন করার যোগ্যতা নেই। এতিমের টাকা দুর্নীতি করেছেন। তাদের নেতাও শেষ, দেশনেত্রীও শেষ। আমাদের নির্বাচনের নেতা শেখ হাসিনা। আমাদের আন্দোলনের নেতাও শেখ হাসিনা।

সভা জনসাধারণের উপস্থিতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, আজকে উত্তরবঙ্গের যতো নদী। করতোয়া নদী, তিস্তা নদী, ধরলা নদী, কুড়িগ্রামের ১৬ টি নদী। সব নদীর পানি চলে এসেছে ঢলের মতো রংপুর শহরে। নেত্রী আমি আপনার সব সমাবেশে মফস্বলে ছিলাম। বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, সম্প্রতিকালে মনে হয় আমরা যারা তার সঙ্গে এসেছি, এটাই হলো স্মরণকালের সর্ববৃহত্ত সমাবেশ।

ওবায়দুল কাদের বলেন, এই দেশ নুরুল দিনের দেশ। ভবানীপাঠক, দেবী চৌধুরীর দেশ। এই দেশ তীতু মীরের দেশ, সিধু লাল, কানু লালের দেশ। ক্ষুধীরামের দেশ, সিপাহি বিদ্রোহের দেশ। স্বাধীনতার সূচনা এই উত্তরবঙ্গে। কিন্তু স্বাধীনতা কেউ দিতে পারেনি। উত্তরবঙ্গে রক্ত দিয়ে জীবন, দিয়ে বাংলার বীর সন্তানেরা স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিল। আর তার সমাপ্তি করেছিল টুঙ্গিপাড়ার এক মায়ের সন্তান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

উন্নয়নে ধারাবাহিকতা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, তিস্তা পাবেন। গঙ্গায় পানি আমরা যার নেত্রীেত্ব পেয়েছি, তাঁর নেত্রীতে তিস্তা নদীর পানির ভাগও আমরা পাব। ধৈর্য ধরেন আওয়ামী লীগ পালাবে না। আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভিরে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *