আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মঙ্গা থাকে না

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যতদিন সরকারে ছিল রংপুরের মানুষ মঙ্গা দেখেনি। খাদ্যের অভাব দেখা দেয়নি। দুর্ভিক্ষ দেখা দেয়নি।

বুধবার (২ আগস্ট) বিকেলে রংপুর জেলা স্কুল মাঠে রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা দেখেনি রংপুরের মানুষ। আওয়ামী লীগ সরকারে আসলে ও নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষের জন্য কাজ করে।

তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতায় এসে, হত্যা, ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিল বিএনপি। দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছিল। ১৯৮১ সালে বাংলাদেশে এসে রংপুর বিভাগের প্রতিটি জেলা, প্রত্যন্ত অঞ্চলে আমি ঘুরেছি। দেখেছি মানুষের কষ্ট। আজ আমরা মানুষের কষ্ট দূর করতে সক্ষম হয়েছি, এখন আর মানুষ না খেয়ে থাকে না, পড়তে হয় না ছেড়া বস্ত্র। বিএনপি ক্ষমতায় আসলে দেশে মঙ্গা শুরু হয়।

রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী, রংপুর-২ তারাগঞ্জ বদরগঞ্জের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক একে এম শাহাদাত হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *