আইনের ভেতর থেকেই সুনামগঞ্জ বাসীর সেবা করার চেষ্টা করেছি- বিদায়ী পুলিশ সুপার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম বলেছেন আমি দীর্ঘ তিন বছর সুনামগঞ্জে দায়িত্ব পালন করেছি এই সময়ে আইনের ভেতর থেকেই সুনামগঞ্জ বাসীর সেবা করার চেষ্টা করেছি। একজন সেবা প্রার্থী যেন সঠিক বিচার পান তার জন্য যথাসাধ্য চেষ্টা করেছি। কতটুকু করতে পেরেছি তা সুনামগঞ্জ বাসীই ভাল জানেন।
১৩ আগষ্ট শনিবার রাত ৮ টায় সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার ও সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান বিপিএম এর বদলী জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর ভদ্রের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সেলিম আহমদ তালুকদার, আল হেলাল,সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান পীর, এমরানুল হক চৌধুরী, মাসুম হেলাল, কর্ণ বাবু দাস প্রমুখ। পরে সম্বর্ধিত অতিথি’র হাতে সম্মাননা প্রদান করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সদস্য গণ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *