এম এ আলিম রিপনঃ বিএনপি সংগঠিত অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিবাদে সুজানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামীলীগ সুজানগর উপজেলা শাখা ও সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি সুজানগর পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের স ালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আহমেদ ফিরোজ কবির। অন্যদের মাঝে বক্তব্য দেন আ.লীগ নেতা মন্টু হাজারী, রবিউল হক টুটুল, মাহমুদ্দুজ্জামান মানিক, আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি সরদার রাজু আহমেদ, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ন আহবায়ক সরদার রুহুল আমিন, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি এস.এম সোহাগ ও এন কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি রেদওয়ান নয়ন প্রমুখ।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি
Leave a Reply