ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

মোঃ কাউছার উদ্দীন শরীফ, ঈদগাঁওঃ

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার লক্ষ্যে কেন্দ্রীয় আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগ কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ৩০ জুলাই বিকালে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জাফর আলম হেলালী,সাবেক উপজেলা আওয়ামী লীগের নেতা ও উপদেষ্টা মডলীর সদস্য মাষ্টার গিয়াস উদ্দিন,ইউনিয়ন যুন্ম সাধারণ সম্পাদক আবছার কামাল,সাংগঠনিক সম্পাদক চন্ডী আচ্যজ,দপ্তর সম্পাদক মনির হোসেন লেদু,ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম,উপদেষ্টা মডলীর সদস্য শামশুল আলম,গিয়াস উদ্দীন, সাবেক এমইউপি ইউসুফ।

ওয়ার্ড আওয়ামী লীগের থেকে বক্তব্য রাখেন, ১নম্বর ওয়ার্ডের সভাপতি সায়েম উদ্দিন, ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি টিটু ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি নুরু কোম্পানি, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি নুর মোহাম্মদ কোম্পানি, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সিরাজুল মোস্তফা, ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক রোপণ আচার্য,৮ নম্বর ওয়ার্ডের সভাপতি বশির আহমেদ এমইউপি, ৯নম্বর ওয়ার্ডের সভাপতি সিরাজুল ইসলাম এমইউপি।

উক্ত বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী জাতীয় শোক দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করার সিদ্ধান্ত গৃহীত হয় পাশাপাশি প্রত্যেক ওয়ার্ড কমিটি অনতি বিলম্বে অনুমোদন দেওয়ার অঙ্গিকার ব্যক্ত করা হয়।

বর্ধিত সভা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক যৌথ ভাবে মেয়াদ উর্তিন্ন হওয়া ২ নং ওয়ার্ড শাখার নতুন সম্মেলন প্রস্তুতি কমিটি ও ঘোষণা করা হয়েছে।

এসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এইজন্য নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন নেতা কর্মীরা।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামাবাদ ইউনিয়ন এবং প্রত্যক ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী সদস্যবৃদ্ধসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *