গোদাগাড়ী পৌর আ.লীগের নেতৃত্বে আলম-নাসিম, যুবলীগে জাব্বার-আব্দুল্লাহ, চিয়ার ভ্যাংচুর, রাস্তা অবরোধ

নিজস্ব প্রতবেদকঃ
রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ ও যুবলীগের ত্রি-বার্ষীক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে আফজি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। সম্মেলনের প্রথমার্ধে কমিটির বিলুপ্ত করে প্রথম অধিবেশন শেষ করা হয়।

দ্বিতীয়ার্ধে পৌর আওয়ামী লীগ ও যুবলীগের সবার সম্মতিক্রমে রবিউল আলমকে সভাপতি মো. নাসিমুল হক নাসিমকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এর আগে রবিউল আলম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। সদ্যনির্বাচিত সাধারণ সম্পাদক নাসিম পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সম্পাদকের দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

২০১২ সালে সর্বশেষ পৌর আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। অপরদিকে একই ভাবে সবার সম্মতিক্রমে ক্রমে পৌর যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জাব্বারকে সভাপতি ও আব্দুল্লাহকে পুনরায় সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।

এর আগে ২০১৫ সালে ২৩ ফেব্রুয়ারী পৌর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো নবনির্বাচিত পৌর আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃত্ববৃন্দকে উপজেলা আওয়ামী, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।

এদিকে পৌর যুবলীগের কমিটি ঘোষণা নিয়ে যুবলীগের একটি পক্ষ সমাবেশ স্থলে চেয়ার ছুড়ে ভেঙে ফেলে বিশৃঙ্খলা ও রাস্তা অবরোধ করার খবর পাওয়া গেছে।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *