আগৈলঝাড়ায় আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের আধুনিক বহুতল ভবন নির্মাণের উদ্বোধন

বি এম মনির হোসেনঃ-

জাতির পিতার ভাগ্নে, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী), বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র অনুপ্রেরণায় বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের জন্য আধুনিক দৃষ্টি নন্দন পাঁচতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
২৮ জুলাই শুক্রবার সকালে দলের নিজস্ব ক্রয়কৃত জমিতে মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর নিজস্ব অর্থায়নসহ দলের নেতাকর্মীদের সার্বিক সহযোগীতায় ৪৫শ স্কয়ার ফিটের আধুনিক পাঁচ তলা বহুতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধন পূর্বে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন দলীয় কার্যালয় নির্মাণে সার্বিক তত্তাবধানকারী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। উপজেলার আগৈলঝাড়া-গৌরনদী প্রধান সড়কের পাশে দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে দোয়া – মোনাজাত পরিচালনা করেন
উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও নগরবাড়ি জামে মসজিদের পেশ ইমামগনেরা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, মোঃ রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, বিপুল দাস, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জসীম উদ্দিন সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম বাবুল ভাট্টি,মোঃ সাইদুলসরদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফরহাদ হোসেন তালুকদার, গৈলা ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল হোনে টিটু, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক রেমন ভূইয়া, সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শিকদার, শ্রমিক লীগের সভাপতি এ্যাডভোকেট আবুল কাশেম সরদার, সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, কৃষক লীগের সাধারণ সম্পাদক রমনী কান্ত সরকার,সাংগঠনিক সম্পাদক আনিচ সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির হোসেন পাইকসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকগন। দলের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত জানান, আওয়ামী লীগ সংগঠনের নিজস্ব কার্যালয়ের একতলা ভবনটিতে নেতা-কর্মীদের স্থান সংকুলান না হওয়ায় দক্ষিন বাংলার উন্নয়নের রুপকার, আমাদের অভিভাবক মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহর একান্ত সদিচ্ছার অনুপ্রেরণায় তাঁর নির্দেশ ও প্রচেস্টায় দলের নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।আগামী জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই নির্মানাধীন ভবনের নীচতলা ব্যবহারের উপযোগী সম্পন্ন করা হবে। এই কার্যালয়ের মাধ্যমেই নির্বাচন পরিচালনা করা হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *