মোংলায় স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোংলা প্রতিনিধি।
মোংলায় স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৭ জুলাই) মোংলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা করে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। এরপর বেলা ১১ টার দিকে আলোচনা সভা অনুষ্টিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমারন বিশ্বাস’র সভাপতিত্বে এবং পৌর সভাপতি মিজান তালিকদার’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তৃতা রাখেন জেলা আওয়ামী লীগের সহ – সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার। ওন্যান্যের মধ্যে বক্তৃতা রাখেন, পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রহিম হেসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. ইস্রাফিল হাওলাদার, উপজেলা কৃষক লীগের সভাপতি সাহজাহান সিদ্দিকী, সাধারণ সম্পাদক অমল কৃঞ্ শাহা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হাওলাদার, পৌর সাধারণ সম্পাদক ফাহিম হাছান অন্তর, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর সভাপতি কাজী মোয়াজ্জেম হোসেন ( রানা), কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান (রাসেল), প্রমূখ। এ সময় উপজেলা ও পৌর’র বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তৃতায় নেতারা বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের সহযোগী সংগঠন হিসেবে ১৯৯৪ সালের ২৭ জুলাই ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আওয়ামী লীগের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি আন্দোলন, সংগ্রাম ও দুর্যোগ মোকাবিলায় সবসময় মাঠে ছিল। আওয়ামী লীগ সরকার দেশের অভাবনীয় উন্নয়ন করেছে। বাংলাদেশ আজ বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ।
বক্তারা বলেন, অতীতের নির্বাচন আর আগামী নির্বাচন এক নয়। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন। তাই নিজেদের জীবন বাঁচাতেই সকল ভেদাভেদ ভুলে নৌকার প্রার্থীকে ভোট নিতে হবে। আর জনগণকে যদি ঠিক না করতে পারেন, তাহলে ভোটের আশা করে লাভ হবে না।
পরে কেক কেটে স্বেচ্ছাসেবক লীগের ২৯ মত প্রতিষ্টা বার্ষীকি পালন করা হয়।

###
বায়জিদ হোসেন, মোংলা, বাগেরহাট।
২৭-০৭-২৩ ইং

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *