অবহেলায় আর অযত্নে নষ্ট হতে চলেছে জেলা সীমানা গেট

আজিজুল ইসলামঃ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি রক্ষায় যশোর সাতক্ষীরা মহা সড়কের বাগআঁচড়া বেলতলা নামক স্থানে সীমানা নির্ধারণী জেলা সীমানা গেট নির্মাণ করা হয়। এটি যশোর জেলার শেষ এবং সাতক্ষীরা জেলার প্রবেশ মুখে ২২শে সেপ্টেম্বর ২০১৬ সালে তৎকালীন সাতক্ষীরা জেলা প্রশাসক মুনসুর আলী এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এর পর কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয় দৃষ্টি নন্দন জেলা সীমানা গেট। নির্মিত সীমানা গেটে বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান, ও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি নন্দন প্রতিকৃতীও স্থাপন করা হয়। নির্মাণটি ছিলো খুবই দৃষ্টি নন্দন। দুর দূরান্তের যাত্রীদের নজর কেড়ে নিতো এই স্থাপনাটি। অনেকে আসতো এটা দর্শন করতে। কিন্তু বর্তমান সময়ে রক্ষনা বেক্ষনের অভাবে সেটি এখন জঙ্গলে ঢাকা পড়েছে। বিলীন হতে চলেছে দৃষ্টি নন্দন স্থাপনাটিকে।

যশোর ও সাতক্ষীরা জেলার সীমানা গেটের এই বেহাল দশা অনেকের মনে প্রশ্ন তুলেছে। দূর থেকে দেখলে মনে হবে এটি একটি জঙ্গল, প্রশ্ন উঠেছে রক্ষণাবেক্ষণের দায়িত্ব কার? বিষটি নিয়ে ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মাঝে। আসলে কি এগুলো দেখার কেউ নেই, নাকি সরকারের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত এটি। গেটের তদারকির দায়ীত্বভার কার ওপর? এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, জেলা সীমানা গেটটি এভাবে পড়ে থাকলে অচিরেই নষ্ট হয়ে যাবে। খুব শীঘ্র সীমানা গেটের জঙ্গল পরিস্কার করে একজন কেয়ারটেকার নিয়োগ দিতে হবে। এমনটি মত প্রকাশ করেছেন স্থানীয়রা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *