গোপালগঞ্জে প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে জেলা আওয়ামী লীড় কায্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কেক কাটা হয়। পরে একে অপরকে কেক খাইয়ে আনন্দ ভাগাভাগি করা হয়। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো: নূরুল ইসলাম আব্বাস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহসিন উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এম এ ওয়াজেদ মিয়ার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অপরদিকে, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে কেক কেটে সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন পালন করে নেতাকর্মীরা। এসময় একে অপরকে কেক খাইয়ে দেন তারা। এ অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: বাবুল শেখ, সহসভাপতি ইলিয়াছ হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *