মোঃ হামিদার রহমান নীলফামারী প্রতিনিধিঃ
২৫ জুলাই মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় শেখ কামাল স্টেডিয়াম নীলফামারীতে উপজেলা প্রশাসন নীলফামারী সদর এর আয়োজনে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপার নীলফামারী; শাহিদ মাহমুদ, চেয়ারম্যান উপজেলা পরিষদ নীলফামারী; নবেজ উদ্দিন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নীলফামারী; আরিফ হোসেন মুন, সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী; আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, উপজেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী সদর।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, দর্শক, খেলোয়াড় বৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেসমিন নাহার, উপজেলা নির্বাহী অফিসার নীলফামারী সদর।
নীলফামারীতে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৩, অনুষ্ঠিত

Leave a Reply