ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।পাইকগাছায় নৌ পুলিশের অভিযানে শিবসা নদী থেকে প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকার ১৫ হাজার বর্গ মিটান নেট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। রোববার দুপুরে শিবসা নদীর সোলাদানা, দেলুটি ও বোরুইতলা খেয়াঘাট এলাকা থেকে ওই জাল জব্দ করা হয়।
পাইকগাছা নৌপুলিশের উপপরিদর্শক ও ফাঁড়ি ইনচার্জ (এস আই) মিন্টু হোসেন জানান, উপজেলার শিবসা নদীতে জেলেদের পেতে রাখা অবৈধ নেট জালের উপর অভিযান চালানো হয়। এ সময় প্রায় ৫ লক্ষ ২৫ হাজার টাকার ১৫ হাজার বর্গ মিটার জাল জব্দ করে সোলাদানা বাজারে জালগুলো পুড়ি ফেলা হয়। এ অভিযানে নের্তৃত্ব দেন নৌপুলিশের উপ- পুলিশ পরিদর্শক মিন্টু হোসেন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক কবির হোসেন সহ সঙ্গীয় পুলিশ সদস্য।
পাইকগাছায় নৌ পুলিশের অভিযানে শিবসা নদী থেকে অবৈধ নেট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়

Leave a Reply