May 11, 2025, 8:17 am
আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।।
আজমিরীগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে সেলিম মিয়া (৩০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
২২ জুলাই সন্ধ্যা সাড়ে সাতটায় আজমিরীগঞ্জ গরুর বাজার মাঠে তমি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্টান চলাকালে দর্শক সারিতে বসা শুটকি ব্যবসায়ী সেলিম মিয়া (৩০) খেলা দেখতে দেখতে হঠাৎ গোল হওয়ায় সেলিম মিয়া মাঠে প্রবেশ করে
এ সময় রেফারি রকি মিয়া বাধা দেয় এ নি বাকবিতন্ডায় লিপ্ত হয়ে দু জনের ঝগড়া সৃষ্টি হয় এ সময় রকি মিয়ার পক্ষের লোকজন সেলিম মিয়াকে
এলোপাতাড়ি কিল ঘুসি ও পিটুনিতে গুরত্বর আহত হয় ব্যবসায়ী সেলিম মিয়া। গুরুতর অবস্থায় সেলিম মিয়াকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সেলিম মিয়াকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
জনা যায় শুটকি ব্যবসায়ী সেলিম মিয়া শরিফ নগর গ্রামের মৃত সাবাজ মিয়ার পুএ।
এ ব্যপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান মামলার প্রস্তুতি চলছে।