July 30, 2025, 6:01 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২৩ জুলাই রোজ রোববার, ২০২৩, সকাল ১০টার সময় জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে শুরু হয়ে চৌরঙ্গীর মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান করে।
বর্ণাঢ্য র্যালি শেষে পঙ্কজ ঘোষ , জেলা প্রশাসক নীলফামারী, আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, সাময়িক দায়িত্বে পুলিশ সুপার নীলফামারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগনের উপস্থিতিতে বেলুন উড়িয়ে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ এর শুভ উদ্ভোধন ঘোষণা করেন।
জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলা প্রশাসন নীলফামারীর ও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনী এর স্টল পরিদর্শন করেন।
স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নীলফামারী সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী, সাময়িক দায়িত্বে পুলিশ সুপার নীলফামারী, হাসিবুর রহমান, সিভিল সার্জন, নীলফামারী; সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক, রাজস্ব, নীলফামারী; বীর মুক্তিযোদ্ধা কান্তি ভূষণ কুন্ডু; বীর মুক্তিযোদ্ধা জনাব আমিনুল ইসলাম, সাবেক উপ সচিব, নীলফামারী সহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।