খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের সাথে একাত্মতা ঘোষণা করে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গ্রামীণ ব্যাংক। তারি ধারাবাহিকত নীলফামারী যোনের মোট ৬১টি শাখার প্রতিটি সদস্যদের মাঝে চারা গাছ বিতরণ করা হবে।
রংপুরের তারাগঞ্জে গ্রামীণ ব্যাংক কুর্শা তারাগঞ্জ শাখার উদ্যোগ গত কাল ১ হাজার ২শত৫০টি ফলজ ও বনজ গাছের চারা লাগানোর মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ বাস্তবায়ন করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী যোনের যোনাল ম্যানেজার শম্ভু চরণ প্রামাণিক বলেন,
২০২১-২০২২ সালে গ্রামীণ ব্যাংক সারা দেশব্যাপী সর্বমোট ১৮ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৯৩টি ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করেছে। ২০২৩ সালে গ্রামীণ ব্যাংক সারাদেশে ২০ কোটি চারা লাগানোর কর্মসূচি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গ্রামীণ ব্যাংকের নীলফামারী যোনের ৬১টি শাখায় চলতি মৌসুমে ২ কোটি ফলজ ও বনজ চারা রোপন করা হবে।
শাখা ব্যবস্থাপক শহীদুল ইসলাম বলেন , বাংলাদেশের গতিশীল অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় বৃক্ষের ভূমিকা অনিস্বীকার্য। মানুষের মধ্যে বৃক্ষরোপণের উপকারিতা বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে হবে, যাতে তারা ব্যক্তিগত ও সামাজিক ঊদ্যোগে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে উৎসাহিত হয়।তিনি আরো বলেন নীলফামারী যোনের ৬১টি শাখায় মোট ২ কোটি চারা গাছ বিতরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি আমরা, তারই একাংশ হিসেবে তারাগঞ্জ কুর্শা শাখায় আজ মোট ১ হাজার২ শত৫০টি চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ লিটন হোসেন হাওলাদার প্রোগ্রাম অফিসারসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সদস্য প্রমুখ

Leave a Reply