July 30, 2025, 4:02 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে আক্তারুল ইসলাম(৩০) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার সকালে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেরার গজালিয়ার সিরাজুল ইসলামের ছেলে। থানায় মামলা হয়েছে। ঘটনাটি বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মেয়েকে আদালত ২২ ধারা জবানবন্ধি নিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক তাকবীর হোসেন জানান, উপজেলার গজালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (৩০) একটি অপ্রপ্ত বয়স্ক মেয়ে(১৪) বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির পার্শে কবর স্থানের পাশে জোরকরে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়ন চালায়। এ সময় মেয়েটির ডাক চিৎকারে লোকজন ছুটে এসে মেয়েটিকে উদ্ধার করে। এ ঘটনায় থানায় ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ এনে বৃহষ্পতিবার মেয়ের মা বাদী হয়ে থানায় মামলা করে। পুলিশ ওই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আক্তারুল সরদারকে গ্রেফতার করে। বৃহষ্পতিবার দুপুরে আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, জোর করে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মেয়ের মা এর মামলায় গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মেয়েকে ২২ ধারা জবানবন্ধি শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছ।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।