May 11, 2025, 10:29 am
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : র্যাব মহা পরিচালক এম খুরশীদ হোসেন বলেন, র্যাব একটি এলিট ফোর্স। র্যাব সৃষ্টির পর থেকেই জঙ্গি ও সন্ত্রাস দমণ, বিশেষ অস্ত্র অভিযান পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের আস্থার জায়গা অজর্ন করতে পেরেছে। সারা দেশে র্যাবের কার্যক্রম পরিচালনার জন্য ১৫টি ব্যাটালিয়ন রয়েছে, যা প্রতিনিয়ত আইন শৃঙ্খলা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে আইন-শৃংখলার অবনতি রক্ষায় র্যাব বদ্ধপরিকর।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়ারপাড়ায় র্যাব ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহাপরিচালক আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ বিনির্মানে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে র্যাব বদ্ধ পরিকর। গোপালগঞ্জে কোটালীপাড়ায় বোমা হামলার মাধ্যমে প্রধানমন্ত্রী কে হত্যাচেষ্টা ও বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী কে হত্যা চেষ্টায় জড়িত মুফতি হান্নানসহ অন্যান্যদের গ্রেফতার করে আইনের আওতায় এনেছে র্যাব। এছাড়াও বিভিন্ন সময়ে ডাকাত ও দষ্যুতা, খুন, ধর্ষণ মাদকসহ অন্যান্য অপরাধের সাথে জড়িতের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে।
র্যাব প্রধান আরো বলেন, গোপালগঞ্জ জেলায় র্যাবের নিজস্ব ক্যাম্প না থাকায় জাতির পিতার সমাধিস্থলে আগত ব্যক্তিবর্গের নিরাপত্তা নিশ্চিত করাসহ অপারেশনাল এবং প্রশাসনিক কার্যক্রম খুলনা হতে পরিচালনা করা হয়ে থাকে যা অত্যন্ত কষ্টসাধ্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও অনুমতিক্রমেই গোপালগঞ্জের ভাটিয়াপাড়ায় র্যাব ক্যাম্প স্থাপিত হলো। এই এলিট ফোর্স আগের থেকে অনেক দক্ষ ও আধুনিক সরঞ্জামে সজ্জিত। র্যাব ফোর্সেস গোপালগঞ্জে আগের চেয়ে আরো বেশি স্বতস্ফুর্ততার সাথে আইনশৃখংলার নিরাপত্তা নিশ্চিতে সক্ষম হবে।
এর আগে দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া পৌঁছালে র্যাব মহা পরিচালক এম খুরশীদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সালাম প্রদান করা হয়। পরে ফিতা টেনে র্যাব ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। পরে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আলবেলী আফিফা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ র্যাবের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকাল ৫টায় র্যাব প্রধান তার নিজ গ্রামে কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের রেলওয়ে একতা কিন্ডারগার্ডেন মাঠে র্যাব আয়োজিত মাদক, জঙ্গি ও সন্ত্রাস বিরোধী সুধি সমাবেশে যোগ দেন। #