মহালছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ,সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি

(রিপন ওঝা,মহালছড়ি)

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের প্রস্তুতিকালে বিএনপির সন্ত্রাসীদের হামলা ও অসংখ্য নেতাকর্মীদের রক্তাক্ত করার প্রতিবাদে মহালছড়ি উপজেলা আওয়ামী ও সকল সহযোগী অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা।

উক্ত হামলার প্রতিবাদে সকল উপজেলার ন্যায় মহালছড়িতেও ১৮জুলাই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বিক্ষোভ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় অফিসে এসে শেষ হয়।

উক্ত বিক্ষোভ মিছিল ও পথসভায় মহালছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন’র সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি রতন কুমার শীল ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের পক্ষ হতে যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদ।

উক্ত প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *