পুঠিয়ায় উদ্দীপনের উদ্যোগে কালেকশন সেন্টার উদ্বোধন

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি ঃ পুঠিয়াা শিলমাড়িয়ায় উদ্দীপনের উদ্যোগে ড্রাগন বাগান পরিদর্শন ও বিলমাড়িয়া কালেকশন সেন্টারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১১টায় পল্লী কর্মসাহক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় এবং সিফাদ ডানিডা এর অর্থায়নে উদ্দীপন কর্তৃক বাস্তবায়িত রুরাল মার্কেটিং ট্রাস্ট ফার্মার প্লান্ট প্রকল্পের আওতায় এ কালেকশন সেন্টারের উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডঃ আকন্দ মোঃ রফিকুল ইসলাম সিনিয়র জেনারেল ম্যানেজার এন্ড পিসি (আর এম টি পি) প্রকল্প পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা ও এস এম আর মাহে আলম সারোয়ার ম্যানেজার চেইন প্রকল্প পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ঢাকা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নূরুল ইসলাম জোনাল ম্যানেজার উদ্দীপন রাজশাহী জোন, কৃষিবীদ জনাব মোত্তাফা কামাল প্রকল্প ম্যানেজার (আরএমটিপি) প্রকল্প নাটোর সদর, আরিফুর রহমান অ্যাকাউন্ট এন্ড প্রকিউটমেন্ট অফিসার (আরএমটিপি) প্রকল্প নাটোর সদর, সুজন আলী শাখা ব্যবস্থাপক উদ্দীপন পুঠিয়া শাখা, জাহাঙ্গীর আলম অ্যাসিস্ট্যান্ট ভ্যালু চেইন ফ্যাসিলেটর (আরএমটিপি) উদ্দীপন পুঠিয়া, উক্ত অনুষ্ঠানে বক্তারা মার্কেটিং বিষয় পরামর্শ প্রদান করেন।

মোঃ মাজিদুর রহমান মাজদার
পুঠিয়া, রাজশাহী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *