পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে এনজিওদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা

এম,এ আলিম রিপনঃ ১৬ জুলাই ২০২৩, রবিবার, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনকে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে, পাবনায় কার্যত সমস্ত এনজিওদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, জিও-এনজিওদের একসঙ্গে কাজ করতে হবে, তাহলেই দেশের সার্বিক উন্নয়ন সম্ভব হবে। বিদায় অনুষ্ঠানে বিভিন্ন এনজিও কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ মনির হোসেন, পরিচালক, পাবনা প্রতিশ্র“তি, মোঃ রিয়াজ উদ্দিন, আ লিক ব্যবস্থাপক, বুরো বাংলাদেশ, মোঃ আব্দুস সামাদ, পরিচালক, আসিয়াব, কামরুন্নাহার জলি, সভাপতি, বাংলাদেশ মহিলা পরিষদ প্রমূখ। অনুষ্ঠানটি সার্বিক সমন্বয় ও স ালনা করেন মোঃ শরীফ হোসেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর (বিডিসি), ব্র্যাক পাবনা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জনাব শরীফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), পাবনা এবং জনাব মাহফুজা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), পাবনা।
উল্লেখ্য যে, বর্তমান জেলা প্রশাসক জনাব বিশ্বাস রাসেল হোসেন বদলিজনিত কারণে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব পদে যোগদান করবেন এবং পাবনার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন জনাব মু: আসাদুজ্জামান।

এম.এ আলিম রিপন
সুজানগর পাবনা প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *