পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছার পল্লী চিকিৎসকদের মাঝে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সনদ প্রদান অনুষ্ঠান শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি পাইকগাছা উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের উপজেলা সভাপতি অশোক কুমার ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএমএ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ড. মোহাঃ শেখ শহীদ উল্লাহ। প্রধান বক্তা ছিলেন, সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আলহাজ¦ মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, সোসাইটির খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ মাহবুবর রহমান, সাংগঠনিক সম্পাদক রাজু কুমার ঘোষ, বিসিডিএস ডুমুরিয়ার সাধারণ সম্পাদক এমএ জলিল, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। বক্তব্য রাখেন, প্রভাষক এস রোহতাব উদ্দীন আহম্মেদ, মেহেদী হাসান, সিরাজুল ইসলাম, আজিজুল হক, আব্দুস সালাম, রেজাউল করিম, জাহিদ হোসেন, পূর্ণ চন্দ্র মন্ডল, কামরুজ্জামান, গোবিন্দ কুমার পাল, আব্দুল হামিদ, নিজাম উদ্দীন, মহিবুল্লাহ, রাশেদ, কবির হোসেন ও নিত্যানন্দ। অনুষ্ঠানে পল্লী চিকিৎসকদের মাঝে আরএমপি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সনদ প্রদান করা হয়।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Leave a Reply