পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ১১তম বর্ষপূর্তি পালিত

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা)।।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১১তম বর্ষপূর্তি ও যুগে পদার্পন উৎসব উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সংগঠনের পাইকগাছা উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব মিলনায়তনে ফোরামের উপজেলা সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
সাধারণ সম্পাদক এন ইসলাম সাগরের স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি।
বক্তব্য রাখেন, ফোরামের সহ-সভাপতি এসএম আলাউদ্দিন সোহাগ, তৃপ্তি রঞ্জন সেন, বি সরকার, আলাউদ্দীন রাজা, যুগ্ম-সম্পাদক কৃষ্ণ রায়, কোষাধ্যক্ষ ইমদাদুল হক, সাংবাদিক এমআর মন্টু, আব্দুর রাজ্জাক বুলি, প্রমথ রঞ্জন সানা, রবিউল ইসলাম, আবুল হাশেম, অমল মন্ডল, পূর্ণ চন্দ্র মন্ডল, শফিউল ইসলাম, আমিনুল ইসলাম বজলু, জহুরুল হক, মাজহারুল ইসলাম মিথুন, খোরশেদ আলম, শাহরিয়ার কবির ও শাহজামান বাদশা।
অনুষ্ঠানে বক্তারা সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা ও সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীর দ্রুত বাস্তবায়ন চান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *