মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় সাংবাদিক জিল্লুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
আর্থিক সুবিধা নিয়ে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশন করায় ডিবিসি’র সাবেক সাংবাদিক জিল্লুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকাল সদর উপজেলার গোয়ালপোতা এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন বিধান সরকার।
বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে সুমন গাইন, প্রফুল্ল সরকার , আতাউর গাজী, সুকদেব গাইন, হেলাল হোসেন, দাউদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, সম্প্রতি গোয়ালপোতা এলাকায় খাল খনন হয়েছে। খালের পাশে^ রেকর্ডীয় সম্পত্তির উপর নির্মিত কয়েকটি দোকান রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আওতায় না পড়ায় সেগুলো ভাঙা হয়নি। কিন্তু সাংবাদিক জিল্লুর রহমান আমাদের প্রতিপক্ষের কাছ মোটা অংকের অর্থের সুবিধা দোকানগুলোর ভাঙার হয়নি মর্মে মিথ্যা ভিত্তিহীন সংবাদ পরিবেশ করে। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তর থেকে মাসিক চুক্তিতে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে। এক সময়ে কিছু না থাকলেও বর্তমানে কয়েক লক্ষ টাকা মূল্যের প্রাইভেট কার চড়ে বেড়ায়। বক্তারা অবিলম্বে জিল্লুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *