টঙ্গীবাড়ী‌তে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

‌মোঃ‌লিটন মাহমুদ ,মুন্সীগঞ্জ ঃ

টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নে নয়াকান্দী দরজার যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ১৪ই জুলাই ) বিকেল ৪ ঘ‌টিকায় হা‌বিব জুবা‌য়ের সরকারী প্রাঃ বিদ‌্যালয় মা‌ঠে মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বি‌শিষ্ট সমাজ সেবক দাদন বকাইল ও যশলং ইউ‌পি সদস‌্য ইব্রা‌হিম মেম্বার ।
উক্ত সময় উপস্হ‌িত ছি‌লেন মোঃআশা সরদার ,মাসুদ সরদার , সোবান খাঁন,শ‌হিদুল সরদার ,সিরাজ বকাউল ,রিপন সরদার ,সেকান্দর সরদার ,,রেজ‌াউল মৃধা,মোতা‌লেব মৃধা ,শিপন হালদার ,না‌হিদ সরদার ,ওয়া‌হিদ সরদার ,প‌নির মোল্লা,আয়বআলী হালদার সহ স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন।

ফুটবল টুর্নামেন্ট দেখতে আসা বৃদ্ধ আমিনুল ইসলাম জানান, আমার বয়স প্রায় ৭৫ বছর, ‘আমার জীবনে আমি এত সুন্দর খেলা আর দেখি নাই।

এ বিষয়ে যশলং ইউনিয়নের ( ইউপি) সদস‌্য মোঃ জানান, এ খেলাটিতে এতো মানুষের সমাগম হবে ভাবতেই পারি নাই। আমরা আগামীতে আবারও এ খেলার আয়োজন করবো।

ফাইনাল খেলা‌টি ট্রাই‌বেকা‌রে স‌জিব কিংষ্টার কে ৪-২ গো‌লে নাইম কিং রাইডাস পরা‌জিত ক‌রে চ‌্যাপ‌িয়ান হন ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *