January 3, 2025, 1:35 am
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জ্বালানি তেল ও সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাত্রলীগ ও যুবলীগ বাঁধা দেওয়ায় জাতীয় পার্টির বিক্ষোভ মিছিল পন্ড হয়েছে।
বুধবার সকালে জাপা ও তার অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ের সামন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার প্রস্তুতি নেয়। এসময় রাস্তায় পা রাখা মাত্রই সরকারি দলের ছাত্রলীগ ও যুবলীগ যৌথভাবে বাঁধা দিলে বিক্ষোভ মিছিলটি সেখানেই পণ্ড হয়ে যায়। পরে এনিয়ে হাতাহাতি শুরু হলে পুলিশ এসে উভয়পক্ষকে ছাড়িয়ে দেয়।
এব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক রতন মিয়া বলেন,সারা বিশ্বের দ্রব্যমূল্যের উর্দ্ধগতি বাংলাদেশও এর বাইরে নয়,জাতীয় পার্টি বিক্ষোভ সমাবেশের আগেই প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে এবং সুন্দরগঞ্জের সাধারণ মানুষের মনে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেজন্য তাদের বিক্ষোভে বাঁধা দেওয়া হয়।
এঘটনায় জাপার দহবন্দ ইউনিয়ন সভাপতি মুন্সী আমিনুল ইসলাম সাজু বলেন, আমরা পার্টি অফিসে আলোচনা সভা করে প্রথমে ফটোসেশনের জন্য রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে আওয়ামী লীগের ছেলেরা এসে বাঁধা দেয়। একারণে আমরা আর বিক্ষোভ করিনি। পৌর জাতীয় পার্টির সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ সরকার ডাবলু বলেন, ওনারা কিছু করে যদি মজা পায় পাউক। তবে তেমন কিছু ঘটেনি।
এবিষয়ে সুন্দরগঞ্জ থানার তদন্ত ওসি এমএ আজিজ জানান,জাতীয় পার্টির বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগের কর্মীদের মধ্যে একটা গন্ডগোলের সম্ভবনা ছিল এরকম উদ্ভট পরিস্থিতিতে পুলিশ দু’পক্ষকে সরিয়ে দেয়। তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।