বানারীপাড়ায় আম গাছে জিতেনের ঝুলন্ত লাশ

এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: উপজেলার বিশারকান্দিতে আম গাছে ঝুলন্ত অবস্থায় জিতেন বিশ্বাস (৬১) নামের এক মাছ বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত রামচন্দ্র বিশ্বাসের ছেলে।

বৃহস্পতিবার ১৩ জুলাই সকালে বানারীপাড়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মৃত্যু রহস্য জানতে ময়না তদন্তে বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই দিন সকালে বাড়ির আমগাছে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়া থানায় খবর দেন।

বানারীপাড়া থানার এসআই মাসুদ রানা জানান, জিতেন বিশ্বাসের একমাত্র ছেলে ক্যান্সার আক্রান্ত হয়ে চারমাস পূর্বে মারা যান। ভারতে নিয়ে ছেলের চিকিৎসা করাতে গিয়ে তার প্রায় ২৫ লাখ টাকা খরচ হয়। সম্পত্তি বিক্রি করে ও ধারদেনা করে তিনি ছেলের চিকিৎসায় এ বিপুল অঙ্কের টাকা খরচ করেন। কয়েকজনের কাছে বিক্রি করা সম্পত্তি সবাইকে যথাসময়ে লিখে দিতে না পারায় তাদের চাপ ও একমাত্র ছেলেকে হারানোর শোক এবং পুত্র বধু ও দুই শিশু নাতি-নাতনীর ভবিষ্যত চিন্তা নিয়ে তিনি হতাশায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ১২ জুলাই রাত ১০টা থেকে সকাল ৬টার মধ্যে যেকোন সময় তিনি বাড়ির পাশের আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যপারে ওসি এসএম মাসুদ আলম চৌধুরী বলেন, জিতেন বিশ্বাসের মৃত্যুর প্রকৃত কারন জানতে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *