চোরাকারবারি ধরতে গিয়ে মারা যাওয়া বিজিবি সদস্যের বাড়িতে শোকের মাতম স্বজনদের আহাজারি

বাবুল হোসেন ঃ, কুড়িগ্রামে টহলরত অবস্থায় মারা যাওয়া বিজিবি সদস্য মাহবুব আলমের (৩১) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার। তার মৃত্যুতে অনিশ্চিত হয়ে পড়েছে ৬ মাস বয়সি কন্যা সন্তানের ভবিষ্যত।
মাহবুব আলমের বাড়ি পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের খালপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল গফুর। মাহবুব লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালারহাট বিওপিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

মাহবুবের বাবা আব্দুল গফুর বলেন, তিন ভাইবোনের মধ্যে সবার বড় মাহবুব। বিজিবিতে যোগদানের পর আমার অস্বচ্ছল পরিবারের হাল ধরেছিলো সে। সেই ছিলো পরিবারের একমাত্র উপার্জনক্ষম। আজকে আমি সব হারিয়ে ফেললাম।

হাফিজাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন বলেন, টগবগে এই বিজিবি সদস্যের অকাল প্রয়াণ অত্যন্ত হৃদয়বিদারক। তার মৃত্যুতে আমরা শোকাহত।

বুধবার সকালে মাহবুবের গ্রামে বাড়িতে গিয়ে দেখা যায় স্বজনদের আহাজারি। বারবার মুর্ছা যাচ্ছেন মা মোহছেনা বেগম। ৬ মাসের শিশুকে বুকে জড়িয়ে নির্বাক স্ত্রী মাজেদা বেগম। মাহবুবের মৃত্যুর খবরে তার বাড়িতে ভিড় করেছেন পাড়া-প্রতিবেশীরা।
এর আগে, মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার পশ্চিম বালাতাড়ী সীমান্তে চোরাকারবারিকে ধাওয়া করার সময় নদী সাঁতরাতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বিজিবি সদস্য মাহবুব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *