স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাসের ধাক্কায় কবির ব্যাপারী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের দত্তডাঙ্গায় এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাবেদ মাসুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত কবির ব্যাপারী মাদারীপুরের কালকিনি থানার কৃষ্ণনগর গ্রামের কুব্বাদ ব্যাপারীর ছেলে।
ওসি মো. জাবেদ মাসুদ জানান, কর্মস্থলে যোগ দিতে কবির ব্যাপারী মাদারীপুর থেকে মোটর সাইকেল করে গোপালগঞ্জে আসছিলেন। এসময় মোটর সাইকেলটি সদর উপজেলার দত্তডাঙ্গায় পৌঁছলে বিপরীতমুখী ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়াগামী স্টার পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেল থেকে সড়কের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। #

Leave a Reply