কুমিল্লা সি‌টি ক‌র্পো‌রেশ‌নে‌র বা‌জেট ঘোষনা

নতুন করে কোন ধরনের করারোপ না করেই ২০২৩-২০২৪ অর্থ বছরে কুমিল্লা সি‌টিক‌র্পো‌রেশ‌নে‌র (২০২৩ ২৪ )অর্থবছ‌রের ৭৪৮‌কো‌টি ৩৭লক্ষ ৬৫হাজার৫০টাকা ৬৯পয়সার বা‌জেট ঘোষনা করা হয়েছে।
বুধবার (৫ জুলাই ) দুপুরে সিটিকর্পোরেশনের সম্মেলন কক্ষে হলে বাজেট ঘোষনা করেন সিটি মেয়র আরফানুল হক রিফাত।
মেয়র আরফানুল হক রিফাত বলেন- এ বাজেট বর্তমান পরিষদের প্রথম বাজেট ।

এবারের বাজেটে নতুন কোন কর আরোপ না করে করের আওতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান পরিষদ ও সকল কর্মকর্তা-জর্মচারী তাদের যথাসাধ্য প্রচেষ্টা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক জীবনের কাঙ্খিত উন্নয়ন অর্জন সক্ষম হবে বলে তিনি বিশ্বাস করেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন সি‌টিক‌র্পোরেশ‌নের প্রধান নির্বাহী কর্মকর্তা ড,স‌ফিকুল ইসলাম,জেলা পি‌পি ও মহানগর আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি এড জ‌হিরুল ইসলাম সে‌লিম, প‌্যা‌নেল মেয়র মনজুর কা‌দের ম‌নি ,প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ মাসুদুর রহমানসহ সি‌টিক‌র্পে‌রেশ‌নের কাউ‌ন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণাকালে মেয়র জানান, বাজেটে মোট আয় ধরা হয়েছে ৭৩৮ কোটি ৫৪ লাখ ৭২ হাজার ৫শ’ ৭২ টাকা। ব্যয় ধরা হয়েছে ৭৩৪ কোটি ৬০ লাখ ১৯ হাজার৩৪২ টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৮১ কোটি ৪২ লাখ ১৩ হাজার ২৩০ টাকা।বা‌জে‌টে উন্নয়ন খাতে স‌র্বোচ্চ ব‌্যায় ধরা হ‌য়ে‌ছে প্রায় ৫শ কো‌টি টাকা।

এবারের বাজেটে রাস্তাঘাট,ড্রেইন,ফুটপাতসহ অবকাঠামো উন্নয়ন খাতে এক হাজার পাচঁশত আটত্রিশ কোটি দশ লক্ষ চুয়াল্লিশ হাজার টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে। এছাড়াও আলেখাচর বাসটার্মিনাল নির্মাণ,পানি নিস্কাসন ও জলবদ্ধতা নিরসন, নগরভবন নির্মাণ,২৭টি ওয়ার্ডে ৫হাজারটি উচ্চ ক্শমতা সম্পন্ন সড়কবাতি সংযুক্ত,পান সরবরাহ ব্যবস্থার উন্নয়ন ও সৌন্দর্য বর্ধনে পার্ক বিনোদন ব্যবস্থা নতুনমাত্রায় টেকসই ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নির্মাণ কাজের গুনগত মান রক্ষায় সকল প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।।

এ সময় মেয়র আরো জানান, নগরের যানজট ও জলাবদ্ধতা নিরসন করা হবে। ইতিমধ্যে যানজট নিরসনে শহরে অটোরিক্সা চলাচল করতে পারবেনা। দুসিট বিশিষ্ট মিশুক রিক্সা,স্রিনজি ও পায়ে চালিত রিক্সা চলাচল করবে। নগরের প্রধাস সড়কের দুপাশে ফুটপাত নির্মাণসহ রাস্তা প৫্রশস্তকরণ কাজ চলছে। সিটিকর্পোরেশন থেকে কমিউনিটি পুলিশ নিযোগ করা দেয়া হয়েছে। যানজট নিরসনসহ নগরের উন্নয়ন কাজ বাস্তবায়নে নগরবাসির সহযোগিতা কামনা করেন

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *