July 30, 2025, 6:46 pm
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।পাইকগাছায় এলাকা বাসি জয়দেব (২১) নামে এক ভেড়া চোরকে আটক করে পুলিশে দিয়েছেন। সোমবার রাতে দুইটি ভেড়াসহ তাকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসী। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটক চোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক আমিত দেব নাথ জানান, সোমবার রাত ৮ টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের ঠাকুরণ বাড়ি চকের চিকিৎসক বিপুল মন্ডলের বাড়ির গোয়াল থেকে ২ টি ভেড়া চুরি করে নিয়ে ৪ জন ব্যক্তি রাস্তা দিয়ে যেতে থাকে। এ সময় চিকিৎসক ঘের থেকে বাড়ি ফিরছিলেন। তার ভেড়া দেখে তিনি চিনতে পারে। এ সময় তিনি চোর বলে চিৎকার দেয়। অজ্ঞাত ৩ জন চোর পালিয়ে গেলেও খড়িয়ার ঠাকুরণ বাড়ি কৃষ্ণ পদ মন্ডলের ছেলে জয়দেব মন্ডল(২১) কে এলাকাবাসি আটক করে। পরে থানায় জানালে চোর ও ভেড়াসহ থানায় হেফাজতে আনা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে আটক চোরকে জেল হাজতে পাঠানো হয়েছে।