র‍্যাবের হাতে সাজাপ্রাপ্ত ধর্ষণ মামলার আসামি আটক

স্টাফ রিপোর্টার:- নিরেন দাস

জয়পুরহাটে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাপ্পী সওদাগর (৪৩) কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জয়পুরহাট (র‌্যাব-৫) ক্যাম্পের সদস্যরা। রবিবার (০২ জুন) দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকা থেকে তাকে আটক করা হয়।

রবিবার বিকেলে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, বাপ্পী সওদাগর ধর্ষণ মামলার আসামি ছিলেন। মামলা হলে বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সাজা দেন। সাজাপ্রাপ্ত আসামী হয়েও কিন্তু তিনি পলাতক ছিলেন। ২০০৮ সালে ২৯ শে এপ্রিল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ এলাকায় একটি ধর্ষণের ঘটনা ঘটে।তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় জড়িত থাকার কথা আসামি বাপ্পি স্বীকার করেছেন।

মামলার পর থেকে পলাতক জীবনযাপন করে আসছিলেন। বিচার প্রক্রিয়া শেষে চলতি বছরের গত ২৮ ফেব্রুয়ারি বিজ্ঞ আদালত বাপ্পী সওদাগরকে যাবজ্জীবন সাজা দেন। সেই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন বলেও র‍্যাবের এই কর্মকর্তা জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *