আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : নিজ বাড়ি থেকে গাড়ীতে নয় আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন রোববার (০২ জুলাই) সকালে প্রধানমন্ত্রী পায়ে হেঁটে যারার জন্য আঁশপাশের বিষয়ে খোঁজ খবর নেন।

আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কায্যালয়ে পৌঁছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় উষ্ণ অভ্যর্থনা, হর্ষধ্বনি আর স্লোগানে-মিছিলে বঙ্গবন্ধুকন্যাকে বরণ করে নেয় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। এরপর প্রধামন্ত্রী মত বিনিময়সভায় যোগ দেন।

সূচনা বক্তব্যে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া আসনের সংসদ সদস্য শেখ হাসিনা তার নির্বাচনী এলাকার জনগণকে কৃতিত্ব দিয়ে বলেন, “তারা তার দায়িত্ব কাঁধে নিয়েছেন। বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে তাকে আরও সময় দিতে হবে। সাধারণত, অন্যান্য নির্বাচনী এলাকার সংসদ সদস্যরা শুধুমাত্র তাদের নিজ নিজ নির্বাচনী এলাকার দেখাশোনা করেন। আমাকে ৩০০টি নির্বাচনী এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে হয়। কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার বাসিন্দারা তার নির্বাচনী এলাকার দায়িত্ব নেয়ায় আমি তা করতে পেরেছি।”#

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *