ষ্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সুতিয়াখালী এলাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ সালের ব্যাচের সাবেক শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০জুন) দিনব্যাপী এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদের পরের দিন সকালে সাবেক শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে স্কুল মাঠ। ঐতিহ্যবাহী বিদ্যালয়ের ওই ব্যাচের পুনর্মিলনী উৎসবে সাবেক শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন আনন্দে, যেন খুঁজে পেয়েছিলেন নিজেদের শৈশব।
৯৪ ব্যাচের সাবেক শিক্ষার্থী ও পুণর্মিলনী উযাপন কমিটির সভাপতি গোলাম মাহবুব জুয়েল ও সাধারণ সম্পাদক কেমিস্ট মোর্শেদুর রহমান (মোর্শেদ) এর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত পুণর্মিলনীতে
সবাইকে আবার একসঙ্গে পেয়ে যেন কর্মজীবনের সব ক্লান্তি দূর হয়ে গিয়েছিল সাবেক শিক্ষার্থীদের। পুরোনো ক্যাম্পাসকে নতুন করে ক্যামেরাবন্দী করে রাখতে ছিল অনেক কসরত। প্রাণের বিদ্যালয়ে মধুর মিলনে সতীর্থরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলির মাধ্যমে বন্ধুত্বের নতুন বন্ধন তৈরি করেন। সব ভেদাভেদ ভুলে সবাই একই মিশেলে মিলিত হন।
বিদ্যালয়ের ৯৪ ব্যাচের পুনর্মিলনী উয্যাপন কমিটির সভাপতি ও ২৩ং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক গোলাম মাহবুব জুয়েল বলেন, ২৯ বছর পর সুতিয়াখালী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৪ ব্যাচ, বন্ধুত্বের টানে শৈশবের মধুর স্মৃতিচারণায় ঈদের দ্বিতীয় দিন ব্যতিক্রমধর্মী মিলনমেলার আয়োজন করা হয়। ব্যাচের সদস্যদের অনেকেই দেশ ও দেশের বাইরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় নিয়োজিত।
সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে তারা বলেন, পুনর্মিলনী অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের মধ্যে মেলাবন্ধন রচিত হয়। সুখ-দুঃখের স্মৃতি রোমন্থন করার সুযোগ ঘটে। এর মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় হয়।এ সময় ৯৪ ব্যাচের শিক্ষার্থীরা একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন পুনর্মিলনী উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম (তারেক), স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ সাখাওয়াত হোসেন লিমন,শিক্ষা বিষয়ক সম্পাদিকা আতিকুন নাহার (হাজেরা) সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সারোয়ার জাহান সাগর,প্রচার সম্পাদক আকবর হোসেন (আকবর),কোষাধ্যক্ষ আবু সাঈদ খান খালেদ,সদস্য আব্দুল বারেক,সাইফুল ইসলাম (শিমুল),আসাদুল হক (আশরাফ),আলমগীর কবির,নাসির উদ্দিন (সুলতান),আব্দুর রব (লাল মাহমুদ) ও নজরুল ইসলাম সহ ব্যাচের অন্যান্য শিক্ষার্থীরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
Leave a Reply