September 17, 2025, 9:24 am
রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী আবুল কাশেম, ও ইয়াবা সহ মোঃ আব্দুল্লাহ আল মামুন (২৫),তানভীরুল আজগর তাহিম (২১)সহ ৩ জন কে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এসময় তাদের কাছ থেকে ১শত ২ পিস ইয়াবা উদ্ধার করে। সোমবার রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের কে করা হয়।
আবুল কাশেম উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পূর্ব ছাতারপাইয়া গ্রামের মৃত-মন্তাজ মিয়ার পুত্র। মামুন উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর ফরাজী বাড়ির আব্দুল মান্নান এর পুত্র ও তাহিম পার্শ্ববর্তী ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার চন্ডিপুর গ্রামের পাটোয়ারি বাড়ি জাকির হোসেন আলমগীর এর পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান গ্রেফতারদের বিচারক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।