কে এম সোয়েব জুয়েল,
:বাবুগঞ্জের বীরশ্রেষ্ট জাহাঙ্গীর নগর ইউনিয়নে চর জাহাপুর গ্রামে ১২ নং চরজাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এক দীর্ঘ দিনের মানুষিক ভারসাম্যহীন প্রতিবন্ধিকে মারধর সহ অমানুষিক নির্যাতান করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ২৪ জুন ২০২৩ ইং বিকেল ৫ টায় এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানায়,কেদারপুর ইউনিয়নের পশ্চিম
ভুতেরদিয়া গ্রামের মজিদ হাওলাদারের পুত্র ইসমাইল হাওলাদার ৫৫ তার বাড়ির আঙ্গিনায় আড়ায় কাপর রোদ্র দেয়। কিন্তু ওই মানুষিক প্রতিবন্ধি নিজু নামক ইসমাইলের ব্যাবহারিক কাপর তার (নিজুর) থলিতে ভর্তি করেন। সেই অজুহাতে ইসমাইল ওই মানুষিক প্রতিবন্ধিকে এলোপাতাড়ি লাথি ঘুসি ও বিভিন্ন কায়দায় মারধর করে যখম করে মাটিতে ফেলে দেন।
এ ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় সচেতন মহলের লোকজন। ইসমাইল স্থানীয়দের উপস্থিত টের পেয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান।
মানুষিক প্রতিবন্ধির উপর বর্বরচিত হামলার ঘটনাকে দুঃখ প্রকাশ করে স্থানীয় সচেতন মহল অতি দ্রুত ইসমাইল কে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবিও করেন প্রশাসনের সর্ব মহলে।
অপর দিকে খোঁজ নিয়ে জানা গেছে মানুষিক প্রতিবন্ধীর বাড়ি পার্শ্ববর্তী গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর গ্রামের মৃত গনি হাওলাদারের পুত্র নিজাম ( নিজু) হাওলাদার ৫৬।
তিনি দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্য হীনতায় ভুগছেন। এবং বাড়ি ঘড় ছেরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দিনাতিপাত করছেন এমনকি তার স্ত্রী সন্তান কোন কিছুই নাই বলে একাধিক সুত্রে জানা গেছে। মানুষিক ভারসাম্য হীনতার কারনেই দিশে হারিয়ে বিভিন্ন জায়গায় রাত কাটান তিনি।
https://youtu.be/pn9EwhOMGzg
Leave a Reply