পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মানবতার ফেরিওয়ালা জিকো

কুড়িগ্রাম প্রতিনিধি:

ঈদ মানে আনন্দ ঈদ মানে খুঁশি। ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাবাসী তথা দেশের সর্বস্তরের সবাইকে পবিত্র ঈদুল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এর নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি এবং উত্তর ধরলা প্রজন্ম আওয়ামীলীগের উত্তরসূরী, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অগ্রগামি তরুণ, একজন মানবিক মনের মানুষ, 001 মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও মুক্তিযুদ্ধ মঞ্চের প্রধান উপদেষ্টা মো. ইসহাক আলী জিকো।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। মুসলমানদের নিকট ঈদ হচ্ছে অনন্ত আনন্দের দিন। কুরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। কুরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য। ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে দেশকে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। পবিত্র ঈদুল অযহা উপলক্ষে কুড়িগ্রাম জেলাসহ নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলাবাসী তথা দেশের সর্বস্তরের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *