আলোচিত সমালোচিত সাইফুল ইসলামকে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক থেকে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : অবশেষে নানা ঘটনায় আলোচিত সমালোচিত সাইফুল ইসলামকে সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক-৩ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগের অনেকেই আনন্দ-উচ্ছাস প্রকাশ করেছেন।

আজ রোববার (২৫ জুন) প্রেরিত জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জি.এম. সাহাবউদ্দিন আজম স্বাক্ষরিত গত ২৩ জুন তারিখের এক চিঠিতে দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে অব্যাহতি প্রদান করা হয় বলে জানানো হয়েছে।

ওই চিঠিতে আরো জানানো হয়, সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের কমিটিতে ৩নং যুগ্ম-সাধারন সম্পাদক পদের স্থলে ১নং যুগ্ম সাধারন সম্পাদক বলে পরিচয় দিয়ে নিজেকে বিতর্কিত করেছেন।

এছাড়া তিনি সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে গঠনতন্ত্র বিরোধী আচরণ করে দলের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। এসব বিষয়ে তাকে কারণ দর্শানো নোটিশ প্রেরণ করা হলেও তার পক্ষ থেকে কোন জবাব না আসায় গত ২০ জুন জেলা আওয়ামী লীগের সাধারন সভায় কার‌্যনির্বাহী সদস্যদের সিদ্ধান্তের ভিত্তিতে গঠনতন্ত্রের ৪৭ এর (ঞ) ধারা মোতাবেক তাকে অব্যাহতি প্রদান করা হয়।

অপরদিকে, আজ রোববার (২৫ জুন) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশের জন্য অনুরোধ জানিয়েছেন। #

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *