মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
আর মাত্র কয়েকদিন বাকি মুসলমান সম্প্রদায়ের সবচেয়ে বড় আনন্দের দিন পবিত্র ঈদুল আযহা কোরবানির ঈদ তাই পশু কোরবানির জন্য ছুরি দা বটি কাতী তৈরি নিয়ে ব্যস্ত টুংটাং শব্দে কামারপট্টি এর ফাঁকে কামারদের সাথে কথা হলে তারা বলেন লোহা কয়লার দাম অনেক বেশি হওয়ার কারণে আমরা খুব একটা বেশি লাাভবান হচ্ছিনা তেমন কোন। কিন্তু বাপ-দাদার পেশা ধরে রেখেছি এক বছর অপেক্ষা করি কুরবানী ঈদে একটু বেশি বেশি বিক্রয় হয়। তবে পঞ্চগড়ে এখনো কামার পট্টি তেমন ভিড় লক্ষ্য করা যায়নি কাস্টমারদের ঈদের আগের দিন রাত পর্যন্ত বিক্রয় হবে বলে জানান কামারেরা।
পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন
টুংটাং শব্দে ব্যস্ত পঞ্চগড় কামারপট্টি

Leave a Reply