পাইকগাছায় আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছায় আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি এ্যাড, সোহরাব আলী সানা দলীয় নেতা-কর্মীদের উদেশ্যে বলেন,যে নেতার পিছনে থাকুন না কেন দলের মধ্যে বিভেধ সৃষ্টি করার চেষ্টা করবেন না। শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরোও বলেন, এখন থেকে সবার কথা হবে এক। দল ক্ষমতায় থাকলে প্রত্যেকের সম্মান বাঁচবে তাই আগামী সংসদ নির্বাচনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দেবে তার পিছনে থেকে নির্বাচনী কাজ করব। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠেয় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের স ালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ইঞ্জিঃ,মাহাবুবুল আলম,উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, সাধারন সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, উপজেলা কমিটির সাবেক ভারঃ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, মেয়র সেলিম জাহাঙ্গীর,জেলা কমিটির সদস্য শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা কমিটির সাবেক সদস্য ও ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান আঃ মান্নান গাজী, রিপন কুমার মন্ডল, এসএম রেজাউল হক,আরশাদ আলী বিশ্বাস, দীপক মন্ডল,স্নেহেন্দু বিকাশ, সহ ইউনিয়ন কমিটির সভাপতি/ সম্পাদকদের মধ্যে শেখ ইকবাল হোসেন খোকন, নির্মল বৈদ্য,নির্মল অধিকারী, বিভুতী সানা,সহকারী অধ্যাপক মশিউর রহমান, ভারঃ অধ্যক্ষ বাবলুর রহমান,মহিলা আ’লীগ নেত্রী শেখ জুলি,প্রভাষক নিবেদিতা মন্ডল,যুব নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, গৌমত রায়,ছাত্রলীগ সভাপতি পার্থপ্রতিম চক্রবর্তী,রায়হান পারভেজ রনিসহ অনেকে।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *