আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
দেশ বিরোধী সকল অপশক্তি রুখে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শুক্রবার ঝিনাইদহে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, গোলাম সরোয়ার সউদ, বাবু জীবন কুমার বিশ^াস, নজরুল ইসলাম, এ্যাড ইসমাইল হোসেন, মাসুদ আহম্মেদ সনজু, আসাদুজ্জামান, সালমা ইসলাম, বিকাশ ঘোষ, আব্দুল মালেক, খাইরুল ইসলাম, রানা হামিদ ও আল ইমরানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পতাকা উত্তেলন শেষে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, গনতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশে^র দরবারে মাথা উচু করে দাড়াচ্ছে তখন পরাজিত বিএনপি জামায়াত চক্র বিকল্প পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করথে। তিনি বলেন, বিদেশি প্রভুরা আপনাদের ক্ষমতায় বসাতে আসবে না। এ দেশের জনগন আমাদের সঙ্গে আছে। কাজেই আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। পরে দলীয় অফিসে কেক কেটে দলের জন্মদিন পালন করা হয়।
চায়ের বিল নিয়ে বাদানুবাদ কোটচাঁদপুরে কাঠ মিস্ত্রি নিহত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
পাওয়ানা টাকা নিয়ে বাদানুবাদের জের ধরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সারুটিয়া গ্রামে আরজান (৩৯) নামে এক কাঠ মিস্ত্রি নিহত হয়েছেন। তিনি রুদ্রপুর গ্রামের দাউদ হোসেনের ছেলে। শুক্রবার দুপুরে দোড়া ইউনিয়নের সারুটিয়া গ্রামের টেকের বাজারে এই ঘটনা ঘটে। কোটচাঁদপুর থানার ওসি মঈন উদ্দীন জানান, দোকানের বকেয়া নিয়ে বৃহস্পতিবার চায়ের দোকানদার আবু তালেবের সঙ্গে আরজানের হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবারও দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চায়ের দোকানদার আবু তালেব আরজান আলীকে ঝাটা দিয়ে পিঠে একটি বাড়ি মারে। এতে আরজান অসুস্থবোধ করলে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হলে তিনি মারা যান। ওসি বলেন, আরজানের আগে থেকে কোন রোগ ছিল কিনা বলা যাচ্ছে না। তবে মারধর জনিত কারণে তার মৃত্যু হয়েছে এটা বলা যায়। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও ওসি মঈন উদ্দীন জানান।
ঝিনাইদহ
আতিকুর রহমান

Leave a Reply