January 3, 2025, 3:57 am
উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী বকুল মোল্লা কে আটক করেছেন ডিবি পুলিশের একটি চৌকস টিম। আটক বকুল মোল্লা ভদ্রবিলা গ্রামের মৃত মোতালেব মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার প্রবীর কুমার রায়,পিপি এম (বার) এর নির্দেশে ৭ আগষ্ট শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সনজীব ঘোষ এর নেতৃত্বে এএসআই শরিফুল ইসলাম সহ, কনস্টবল রিদয়, এবং কনস্টবল ইমরান ও নিরব, সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে আউড়িয়া ইউনিয়নের সিমাখালী সরদার পাড়া রাসেল সেতু থেকে কমলাপুর পাকা রাস্তার সংলগ্ন পলাশ সরদারের গাছের বাগানের পাশ থেকে ৬শত গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ বকুল মোল্লা (৪২) কে আটক করা হয়েছে।
এবিষয়ে ডিবি পুলিশের এসআই সনজীব ঘোষ বলেন বকুল মোল্লাকে গাঁজা সহ আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন। এবং জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।