May 9, 2025, 12:49 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :
পঞ্চগড় বি পি সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেসমেন্ট প্রোগ্রাম (সেসিপ) ও বাস্তবায়নে জেলা শিক্ষা অফিস পঞ্চগড়।
মাধ্যমিক ও দাখিল ধারাবাহিক মূল্যায়ন বিষয়ে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ দিতে আসা দুই ব্যাচে মোট চার শত জন শিক্ষক দ্বিতীয় ব্যাচের আসছিল শেষ দিন জনপতি প্রত্যেক শিক্ষকের নাস্তা বাবদ ভ্যাটসহ ১০০ টাকা মধ্যে ৫৫ টাকা খাওয়ানো হয়েছে এবং উপকরণ বাবদ ১৬০ টাকা হলেও ৭০ টাকার মধ্যে শেষ করা হয়েছে। শিক্ষকদের কাছে জানা যায় এগুলোর মান নিয়েও প্রশ্ন রয়েছে প্রশিক্ষণ শেষে ফি বাবদ যা দেওয়ার কথা ছিল তা থেকেও ২০০ ৩০০ টাকা কম দেওয়া হয়েছে। বিষয় জেলা শিক্ষা অফিসে গিয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে দেখা না হলেও। সহকারী পরিদর্শক মো; শফিকুল ইসলাম কথা বলতে অপারগতা প্রকাশ করেন। প্রশিক্ষণ মনিটরিং রুমে পাওয়া যায় পিয়নকে।
পঞ্চগড় হতে মোহাম্মদ বাবুল হোসেন