পাইকগাছা পৌর ইমাম পরিষদের নির্বাচন সম্পন্ন

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছা পৌরসভা ইমাম পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পাইকগাছা কেন্দ্রীয় আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত নির্বাচনে মাঃ আবু সাদিক সভাপতি, মাওঃ আব্দুল কাদির সম্পাদক ও মাঃ আহম্মদ আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। ১৭টি পদের মধ্যে তিনটি পদে নির্বাচন হয়। অন্য পদগুলো ঐক্যমতের উপর মনোনীত হয়। তিনপদে নিদিষ্ট কোন প্রার্থী ছিলেন না। নির্বাচন পরিচালনা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক সকলেই প্রার্থী এবং সকলেই ভোটার এ মতের উপর ভোট হয়। ভোটে নির্বাচিতরা ১৯ ভোটের মধ্যে ১৭ ভোট করে পেয়ে সভাপতি,সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হন। ইমাম পরিষদের
অন্যান্যরা হলেন,সহ সভাপতি মাওলানা আঃ রাকিব,যুগ্ম সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওঃ ইব্ররাহিম খলিল, সহ-সম্পাদক মাওলানা আসাদুল ইসলাম তুহিন, দপ্তর সম্পাদক শেখ কামরুল হুদা, মীর আকবর আলী।নির্বাচনী সার্বিক দায়িত্ব পালন করেন,হাফেজ মাওলানা জালালউদ্দীন ও মাওলানা আজহার আলী, মাওলানা রেজাউল করিম ও মোঃআইব আলী।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *