মো:কাউছার উদ্দীন শরীফ,ঈদগাঁও:
বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫২ বছর পর কক্সবাজারে ১১৯.৬৬ বর্গকিলোমিটার স্থানে ১,২৪,৭৯৪ জনসংখ্যা নিয়ে গঠিত হয়েছে ঈদগাঁও উপজেলা।
ঈদগাঁও উপজেলা কক্সবাজার জেলায় অবস্থিত। এ উপজেলার উত্তরে চকরিয়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার সদর উপজেলা, পূর্বে রামু উপজেলা, পশ্চিমে মহেশখালী উপজেলা।
১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নের্তৃত্বে স্বাধীন হওয়া বাংলাদেশের নাগরিক কক্সবাজারে নবম উপজেলা দাবী করে আসলে গেল ২০২১ সালের ২৬ শে জুলাই কক্সবাজার সদর উপজেলার পাঁচ ইউনিয়ন কে একত্রিত ঈদগাঁও উপজেলার নাম ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঈদগাঁও উপজেলার বর্তমান পাঁচ ইউনিয়ন হলেন,বাংলাদেশ সরকার কর্তৃক উপজেলা ভবন স্থাপনের নির্ধারিত স্থানের উত্তর পাশে ১নং ইসলামপুর ইউনিয়ন, দক্ষিণে ৫ নং জালালাবাদ ইউনিয়ন,পূর্বে ৩নং ইসলামাবাদ ও ৪নং ঈদগাঁও ইউনিয়ন, পশ্চিমে ৩নং ইসলামাবাদ ও ২নং পোকখালী ইউনিয়ন।
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত মো: জাকারিয়া কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথম নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে।
গত ৪ জুন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সদর উপজেলার ইউএনও মোহাম্মদ জাকারিয়া কে এ দায়িত্ব দেওয়া হয়।
গত শুক্রবার ১৬ জুন ইসলামাবাদ ইউনিয়নের কবি নুরুল হুদা সড়কের খোদাই বাড়ী এলাকায় উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যলয় স্থাপিত হতে দেখা গেছে।
গঠন ইতিহাস ১৯৮২ সালের ৭ই নভেম্বর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীকালে উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়।
Leave a Reply